লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বর্তমানে ওই ১০ জন দুর্গাপুর এলাকার ব্র্যাক অফিসের সামনে বিজিবির নিরাপত্তায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, তারা সবাই একই পরিবারের সদস্য এবং সনাতন ধর্মাবলম্বী।

• দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করার কার্যকরী উপায়: আবারও ফিরে পাওয়া সেই ঘ্রাণ

• সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি

• Samsung Galaxy Tab S9: কেন এটি আপনার পরবর্তী ট্যাবলেট হওয়া উচিত!

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন এবং সেখানে ইটভাটায় কাজ করতেন। গত রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ যৌথভাবে দুর্গাপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

স্থানীয়রা ভোরে সীমান্ত এলাকায় তাদের দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং পরিচয় যাচাই করছে। আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন এবং তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বলে জানিয়েছেন।

বিজিবি জানায়, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদ জানিয়ে একটি পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২৮, মতিঝিল, বা/এ, ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ০২-২২৩৩৫৯৩২৫, ০২-২২৩৩৫৯৩২৬

ইমেইল: dailyamarsangbad@gmail.com, amarsangbadonline@gmail.com

নিউজ (প্রিন্ট) : ০১৯০৪-১০০৭১৯ নিউজ (অনলাইন) : ০১৯০৪-১০০৭৩৬ সার্কুলেশন : ০১৯০৪-১০০৭৪৪ বিজ্ঞাপন : ০১৯১১-১২৫৭১২ অফিস : ০১৯০৪-১০০৭০৩