আবুল মনসুর আহমদের লেখা মানুষকে পথ দেখাবে

বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও সাহিত্যিক আবুল মনসুর আহমদ একজন ক্ষণজন্মা মানুষ। সমাজ সংস্কার, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং রাজনীতি নিয়ে তাঁর লেখা আগামী দিনে মানুষকে পথ দেখাবে।
আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘আবুল মনসুর আহমদের আমেরিকা: বাংলাদেশের ভাষা আন্দোলনের এক বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক বয়ান’ শীর্ষক একক বক্তৃতায় এ কথা বলেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোচনা মজুমদার। এ কে বসাক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ।
• নিউইয়র্কে প্রবাসে উত্তপ্ত রাজনীতি: বিএনপি-যুবলীগ সংঘর্ষ
• গত ২৪ ঘণ্টায় ঢাকায় কতটা বৃষ্টি হয়েছে জানেন?
• ফের ইসরাইলি গণহত্যা গাজায়? একদিনে প্রাণ গেল ১১৯ জনের
আবুল মনসুর আহমদের লেখা বহুল পঠিত ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইটি ইংরেজিতে অনুবাদ করছেন রোচনা মজুমদার। বক্তৃতায় তিনি বলেন, ‘এই ক্ষণজন্মা মনীষী ইতিহাসের পাতায় যে লেখা লিখে গেছেন, তা আজও অমর। সেই লেখা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’
আবুল মনসুর আহমদের লেখা বিভিন্ন বই নিয়ে আলোচনা করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তিনি বলেন, সমাজজীবনে কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির স্বরূপ উন্মোচন, বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং উপমহাদেশের রাজনীতি নিয়ে ইতিহাসের পাতায় আবুল মনসুর আহমদ যা সৃষ্টি করে গেছেন, তা এককথায় ঐতিহাসিক। আগামী দিনে এসব লেখা মানুষকে পথ দেখাবে।
অধ্যাপক রোচনা মজুমদার বলেন, রাষ্ট্র হিসেবে আমেরিকার গড়ে ওঠার সময় ভাষা ও জাতির মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেসব কথাও দেশ-বিদেশে শুনিয়েছেন আবুল মনসুর আহমদ। তিনি বলেন, আবুল মনসুর আহমদ ছিলেন বহু প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, সাহিত্যিক। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক লেখক হিসেবে আজও তিনি ইতিহাসের পাতায় জেগে আছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক উৎপল চক্রবর্তী। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে যান আবুল মনসুর আহমদের ছেলে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। সমাপনী বক্তব্যে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শেষে আবুল মনসুর আহমদের লেখা কিছু বই প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষকে দেন ডেইলি স্টার সম্পাদক।
আবুল মনসুর আহমদ ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। তিনি ৮০ বছর বয়সে ১৯৭৯ সালের ১৮ মার্চ মারা যান। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’, ‘আত্মকথা’, ‘বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা’, ‘শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশের কালচার’, ‘গালিভারের সফরনামা’, ‘ব্যঙ্গরচনা’, ‘আয়না’, ‘ফুড কনফারেন্স’ প্রভৃতি।
আবুল মনসুর আহমদ ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক কৃষক, নবযুগ ও ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন। ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী।