নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা প্রধান উপদেষ্টার

রোজার আগেই নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার প্রস্ততি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা প্রধান উপদেষ্টার। অন্য খবরের মধ্যে রয়েছে: গুম কমিশনের কাছে ‘ফেরত না আসা ২০০ ব্যক্তির তালিকা’। বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ইউক্রেনে ‘সবচেয়ে বড়’ হামলা চালিয়েছে রাশিয়া।
রোজার আগেই নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
• ‘বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই’
• স্মার্টফোন ব্যাটারি লাইফ বাড়ানোর উপায় জানুন আজই!
• গুগল অ্যাডসেন্স ইনকাম বাড়ানোর গোপন কৌশল: আপনার ব্লগকে মাসিক আয়ের উৎসে পরিণত করুন
বুধবার একটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রোজার আগেই নির্বাচন হতে পারে। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।
তিনি বলেন, “উনি (প্রধান উপদেষ্টা) আরও বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে। এর অর্থ হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামোসহ যা কিছু দরকার সেটা এখন থেকেই শুরু করতে হবে”।
এক প্রশ্নের জবাবে মি. আলম বলেন, "জাতির উদ্দেশ্যে ভাষনে উনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। পরে আমরা বলেছি সংস্কারগুলো হলে ফেব্রুয়ারি, রোজার আগেও হতে পারে। এটা বলা হয়েছে”।
নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি নেয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে শফিকুল আলম জানান।
সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচনের জন্য ১৮-৩৩ বছর বয়েসীদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা বুথ করা যায় কি-না তা খতিয়ে দেখতে বলেছেন।
সংবাদ সম্মেলনে মি. আলম, “আপনারা জানেন এবার অনেক নতুন ভোটার ভোট দিবেন। শেখ হাসিনার তিনটি নির্বাচনে কারচুপি হয়েছিলো। তরুণরা কেউ ভোট দিতে পারেনি”।
“উনি (প্রধান উপদেষ্টা) সভায় বলেছেন ১৮-৩৩ বছর বয়সীদের একটা পৃথক ভোটার তালিকা ও তাদের জন্য যেন আলাদা বুথ রাখার বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন যে কীভাবে নিশ্চিত করা যায়,” বলেছেন মি. আলম।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
একই সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে ডাকা এক সভায় তিনি গত তিনটি নির্বাচনে পোলিং অফিসারসহ যারা নির্বাচনি দায়িত্বে ছিলেন, তাদের বাদ দিয়ে নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কি-না তা খতিয়ে দেখতে বলেছেন ।
এছাড়া নির্বাচনের আগে ওসি, এসপি, ডিসি ও ইউএনওদের রদবদলের কথাও এই সভায় বলা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে তার প্রেস উইং জানিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাতে এই সংবাদ সম্মেলনে জানান যে, সভায় প্রধান উপদেষ্টা ১৮-৩৩ বছর বয়সীদের জন্য পৃথক একটা ভোটার তালিকা এবং তাদের জন্য আলাদা বুথ কিভাবে নিশ্চিত করা যায়, সেটি খতিয়ে দেখতে বলেছেন।
“যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রথম ভোটটা যেন তাদের জন্য ভালো স্মৃতি হয় তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা”।
সংবাদ সম্মেলনে বলা হয়, আজকের সভায় কোন সিদ্ধান্ত হয়নি। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির জন্য কিছু নির্দেশনা দিয়েছেন যার ভিত্তিতে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিবে।
মি. আলম বলেন, নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে এবং এর অর্থ হলো নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন, তা এখনি শুরু করতে হবে বলে প্রধান উপদেষ্টা বলেছেন।
তিনি জানান যে, প্রধান উপদেষ্টা নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি দরকার হয় সেগুলো ডিসেম্বরের মধ্যেই শেষ করতে বলেছেন।
“১৭ হাজার নতুন পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে নেয়া হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। তাদের নিয়োগ ও প্রশিক্ষন শেষ করতে বলেছেন। সভায় জানানো হয়েছে ৮ লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনী সদস্য নির্বাচন দায়িত্বে থাকবেন। তারা সবাই যেন ডিসেম্বরের মধ্যেই প্রশিক্ষণ পায়,” প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেছেন তার প্রেস সচিব।
এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যেন কঠোরভাবে আইন প্রয়োগ করে নির্বাচনকে সামনে রেখে এবং একই সাথে নির্বাচনকালে আইন শৃঙ্খলা সদস্যরা কীভাবে মোতায়েন হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে ওই সভায়।
সভায় বলা হয়েছে যে এবারের নির্বাচনে ৪৭ হাজারের মতো ভোট কেন্দ্র থাকবে এবং এর মধ্যে ১৬ হাজারের মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব জায়গায় কিভাবে শান্তিপুর্ণ ভোট হয় তা নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মি. আলম।
এছাড়া প্রতিটি কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার কথাও বলা হয়েছে এই সভায়।
প্রেস উইং জানায়, নির্বাচনের সময় সাত দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন কিভাবে করা যাবে তা নিয়েও আলোচনা হয়েচে। এছাড়া মিডিয়া বা পর্যবেক্ষকের নামে কেউ যাতে দলীয় কর্মী কেন্দ্রে পাঠাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা।
সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে তাদের কাছে ‘গুম থেকে ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা’ দিয়েছে ‘ইউনাইটেড ফর দ্যা ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি)’ নামের একটি সংগঠন।
গুলশানে কমিশনের কার্যালয়ে কমিশন ও ইউভিইডি’র মধ্যে আজ এক বৈঠকের সময় তালিকাটি দেয়া হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা বাসস-এর খবরে বলা হয়েছে।
সংগঠনটির মুখ্য আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয় গুম কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরত না আসা এসব ২০০ ব্যক্তির বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘান্ধী বলেছেন, ইরান-ইসরায়েলের ১২ দিনের ‘যুদ্ধের’ সময় ইসরায়েল ৭টি হাসপাতাল ও ১১টি অ্যাম্বুলেন্সকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়েছিলো।
তেহরানের একটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এমন মন্তব্য করেছেন। তবে তিনি এসব হাসপাতাল কিংবা ‘সরাসরি টার্গেট’ -এর বিস্তারিত কোনো তথ্য দেননি।
ইরানের রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান প্রায় সাতশ বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর মধ্যে ৬জন চিকিৎসকসহ ১৮জন স্বাস্থ্য কর্মীও রয়েছেন।
এর আগে ইরানের রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছিলেন যে তাদের ৫ জন উদ্ধারকর্মীও ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলো।
সংস্থাটির একটি হেলিকপ্টার ও কয়েকটি অ্যাম্বুলেন্সও ধ্বংস হয়ে গেছে।
বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত (নয়াদিল্লি ভিত্তিক)-কে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাষ্ট্রদূত মিখাইল কাসকো সচিবালয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি আজ এ অনুরোধ করেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উপদেষ্টা বলেন, ১৯৯২ সালে বেলারুশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতা দিনদিন সম্প্রসারিত হচ্ছে।
“বর্তমানে ঢাকায় বেলারুশের একটি অনারারি কনস্যুলেট রয়েছে। কিন্তু মূল দূতাবাস নয়াদিল্লিতে অবস্থিত হওয়ায় ভিসা ও কনস্যুলার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা, ব্যয় বৃদ্ধি, হয়রানি সহ জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেজন্য ঢাকায় বেলারুশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস খোলা প্রয়োজন,” উপদেষ্টাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ বেলারুশ থেকে অন্যতম সার আমদানিকারক দেশ। তবে ২০২১ সালে বেলারুশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ আমদানি করা সারের টাকা পরিশোধ করতে পারেনি। এরপর থেকে বেলারুশ থেকে বাংলাদেশে সার আমদানি বন্ধ রয়েছে।
জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তাদের দলের তৃণমূল নেতা-কর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথেই আছেন।
“বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সাথে বেঈমানী করেছিলো। এ কারণেই, জাতীয় পার্টি সাতবার ভেঙেছে। কিন্তু তৃণমূল নেতা-কর্মীরা সব সময় জাতীয় পার্টির সাথেই ছিলো। তারা কখনোই জাতীয় পাটির মূল স্রোতের বাইরে যায়নি,” তিনি আজ দলের বনানী কার্যালয়ে এক সংবর্ধনা সভায় বক্তব্য দিচ্ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি দিয়ে মি. পাটোয়ারীকে মহাসচিব নিযুক্ত করেন জিএম কাদের।
ওই তিন নেতা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মি. কাদেরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, মহাসচিব পদে মি. চুন্নুই বহাল আছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটিই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, যেখানে ৭২৮টি ড্রোন এবং তেরটি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এই হামলার নিন্দা করে মি. জেলেনস্কি বলেছেন: “এটা এমন সময় করা হলো যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেয়া হয়েছে। শুধু রাশিয়া এসব কিছুকে প্রত্যাখ্যান করে চলেছে”।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর রাশিয়া এই হামলা চালিয়েছে।
মি. ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তার হতাশাও প্রকাশ করেছেন। “তিনি (পুতিন) সবসময়ই আমাদের জন্য দারুণ কিন্তু এটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে,” বলেছেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন “মস্কো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না। ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন তা বেশ কর্কশ, যেসব শব্দ তিনি ব্যবহার করেন”।
দুই নেতাই নিয়মিত যোগাযোগের মধ্যে ছিলেন। কিন্তু সেটি ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য কার্যকর রূপ দিতে ব্যর্থ হয়েছে।
গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর ট্রাম্প বলেছিলেন, তিনি খুবই অখুশী।
“তিনি শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চান। এটা ভালো নয়,” বলেছেন তিনি।
এর আগে ট্রাম্প প্রশাসন কিয়েভকে সামরিক সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিলো। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে কিয়েভকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেন দশটি প্যাট্টিয়ট ক্ষেপণাস্ত্র পেতে পারে।
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কিয়েভ যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরশীল।
কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে জেদ্দায় বৈঠক করেছেন।
ব্রাজিলে ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথে তিনি জেদ্দায় গিয়ে যুবরাজের সাথে সাক্ষাত করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির দুই সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে মোহাম্মেদ বিন সালমান যুদ্ধবিরতি ওই অঞ্চলে স্থিতিশীলতার ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন।
এছাড়া তিনি কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপরেও জোর দিয়েছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে যে মি. আরাঘচি বেঠকে ইসরায়েলের নিন্দা করায় সৌদি আরবের প্রশংসা করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্র্রয়োজন এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। দলগতভাবে জড়িত থাকলে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে তিনি মনে করেন।
“বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা একক ভাবেই হাজারো মানুষকে হত্যার জন্য দায়ী। নির্যাতন নিপীড়নের জন্য তিনি দায়ী। এই বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি ও তার সাথে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে,” তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের একজন নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে হত্যা, নির্যাতন, গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি।
“যদি দেখা যায় দলগত হিসেবে জড়িত তাহলে অবশ্যই দল হিসেবে তাদের বিচার হবে বলে আমি মনে করি,” বলছিলেন মি. আলমগীর।
শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপারস্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কাল বৃহস্পতিবার এই সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হয়েছে। “পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ,” প্রেস উইং থেকে দেয়া বিবৃতিতেবলা হয়েছে।
চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারটিতে মিলবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসন সেবা। এ জন্য চীনের সরকার এই প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, এই সেন্টারে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। এসব রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব।
এই রোবটিক সেন্টার যেসব রোগীরা স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ুবিক বৈকল্য, দীর্ঘমেয়াদি ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা বা শরীরের অঙ্গের দুর্বলতাসহ জটিল পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের উপকারে আসবে।
যুক্তরাষ্ট্রর টেক্সাসে বন্যার চারদিন পার হলেও এখনো একটি কাউন্টিতেই অন্তত ১৬১ জন নিখোঁজ আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, এদের জীবিত পাওয়ার আশা ফিকে হয়ে আসছে।
আকস্মিক বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত কের কাউন্টির এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ক্যাম্প মিস্টিক ৫ ক্যাম্পার (যারা ক্যাম্পে অবস্থান করছিলেন) ও একজন কাউন্সেলরও আছেন।
এই ক্যাম্পটি মেয়েদের একটি ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প। এটি গুয়াডালুপে নদীর তীরে অবস্থিত।
বন্যায় এখন পর্যন্ত ১০৯ জন মারা গেছে। এর মধ্যে ৯৪জনই কেরভিল এলাকার বলে গভর্নর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।
তবে শুধু টেক্সাসই নয়, বরং নিউ মেক্সিকোতেও আকস্মিক বন্যা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
টেক্সাসে এখনো ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। গ্রেগ অ্যাবোট জানিয়েছেন প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
কেরভিলেতে তল্লাশি কার্যক্রমের বিভিন্ন সংস্থার অন্তত আড়াইশ কর্মী কাজ করছে।
ভারতের গুজরাতের ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী ওই সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে। ওই সময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চার দশকের পুরনো ওই সেতু থেকে একটি গাড়ি পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
গুজরাত সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল বলেন, “আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী সেতুর মাঝের অংশ ধসে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। পাঁচ-ছয়জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, "দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।”
“এই সেতুটি মেরামত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ২১২ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।”
আনন্দের কালেক্টর প্রবীণ চৌধুরী বিবিসিকে বলেন, "ভদোদরার দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, আমরা কেবল যান চলাচল বন্ধ করেছি। এই সেতুটিও ভদোদরা জেলার অন্তর্গত।”
“আনন্দ ও সৌরাষ্ট্র থেকে ভদোদরাগামী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি ১৯৮৩ থেকে ১৯৮৪ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল।”
এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো।
কংগ্রেস নেতা অমিত চাভদা বলেন, "এই সেতু দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করে। কেন এত ঘন ঘন এমন ঘটনা ঘটছে? সেতু বিপজ্জনক হলে তা বন্ধ বা মেরামত করতে হবে। সরকারের চরম অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।”
আম আদমি পার্টির নেতা ইসুদান গাধভি বলেন, “সেতু থেকে একটি ট্রাক ও একটি পিকআপ গাড়িসহ চারটি ট্রাক নদীতে পড়ে গেছে। আজ ব্রিজ পার হওয়ার সময় বা তার নিচ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে। ব্রিজ যদি বেহাল থাকে, তাহলে যান চলাচল বন্ধ করা হয়নি কেন?”
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে কোনো কারণ দর্শানো নোটিশ না দিয়েই বরখাস্ত করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয়।
আদালতে শরীফ উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন।
তিনি বলেন, "রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিট ও বকেয়া বেতনসহ চাকরিতে পুর্নবহালের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে (ভয়েড অব ইনিশিও) বাতিল ঘোষণা করেছেন। ধরে নেওয়া হবে তিনি সব সময় চাকরিতে বহাল ছিলেন।"
মি. শরীফ চাকরিতেথাকা অবস্থায় বিভিন্ন খাতে অনিয়মের মামলা করার জন্য আলোচনায় আসেন। রোহিঙ্গাদের বাংলাদেশের জন্ম নিবন্ধন ও পাসপোর্ট দেওয়ার ঘটনায়নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন মামলার বাদী ছিলেন তিনি।
বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তারা জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
মঙ্গলবার থেকে জারি করা এই সতর্ক সংকতে আজও অব্যাহত রাখতে বলা হয়েছে।
পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, এই বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতে আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকালে এক সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
এই অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
সেই সাথে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর)।
এই আলোচনা আজ নয়ই জুলাই থেকে শুরু হয়ে আগামী ১১ই জুলাই পর্যন্ত চলবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাতে বাংলাদেশ সংবাস সংস্থা (বাসস) জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প গত সাতই জুলাই ১৪টি দেশের সরকার প্রধানের কাছে চিঠি পাঠানোর পর বাংলাদেশ নতুন দফায় আলোচনা শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নেবেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
এছাড়া, বাণিজ্য সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারা আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশ আশা করছে গত ২৭শে জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তিটি দ্রুত সম্পন্ন করা যাবে।
দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে প্রায় দুই দিন ধরে। বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ বৃধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের আজ সকাল ৯টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি, এই চার বিভাগসহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুরের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৩৯৯ মিলিমিটার।
আগামী পাঁচ দিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
ভারী বর্ষণে ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানি সমতল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ওই জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ বুধবার সকাল ৮টার বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ওই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল, অর্থাৎ অপরিবর্তিত থাকতে পারে।
আজ বুধবার বেলা ১১টার দিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বিবিসি বাংলাকে বলেন, “বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আগামী ৪৮ ঘণ্টা পরে।”
এদিকে গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কাছে ছড়িয়ে পড়া একটি দ্রুতগতির দাবানলে অন্তত ১১০ জন আহত হয়েছেন।
দেশটির ইন্টেরিয়র মিনিস্টার ব্রুনো রেটাইলো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ জন দমকলকর্মী রাতভর কাজ করছেন। তবে আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি।
এর আগে, মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ বলেছেন, “শহরের মেরিন ফায়ারফাইটার ব্যাটালিয়ন হাতে হোসপাইপ (দমকল কর্মীরা আগুন নেভাতে এটি ব্যবহার করেন) নিয়ে যেন গেরিলা যুদ্ধে নেমেছে।”
ফ্রান্সের গণমাধ্যম জানাচ্ছে, অন্তত ৪০০ জনকে তাদের বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
পাশাপাশি, মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে যেন রাস্তায় ভিড় না হয় এবং জরুরি গাড়ি চলতে পারে।
মার্সেই'র মেয়র জানিয়েছেন, দাবানলটি প্রতি মিনিটে এক দশমিক দুই কিলোমিটার হারে ছড়িয়েছে।
তিনি এই পরিস্থিতির জন্য ঝোড়ো দমকা হাওয়া, ঘন গাছপালা ও খাড়া পাহাড়ি ঢালকে দায়ী করেছেন।
মঙ্গলবার সকালে মার্সেইয়ের উত্তরে একটি এলাকায় আগুন সূত্রপাত। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আহত ১১০ জনের মধ্যে নয় জন দমকলকর্মী ও ২২ জন পুলিশ সদস্যও রয়েছেন।
গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বিষয়ে একমত হওয়ার পরামর্শ দেওয়ার পর এই বৈঠক হয়।
এই বৈঠক সংবাদমাধ্যমের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল না। প্রায় দুই ঘণ্টা ধরে এই বৈঠকটি চলে।
এর আগে মঙ্গলবার, নেতানিয়াহু মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করেন। সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় তিনি ট্রাম্পের সাথে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।
বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন না যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শেষ হয়েছে, তবে আলোচকরা "অবশ্যই যুদ্ধবিরতির জন্য কাজ করছেন"।
"আমাদের এখনো গাজায় কাজ শেষ করতে হবে। আমাদের সমস্ত জিম্মিদের মুক্তি দিতে হবে। হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা নির্মূল এবং ধ্বংস করতে হবে," নেতানিয়াহু বলেন।
উইটকফ পরে বলেন যে ইসরায়েল এবং হামাস যেসব বিষয় আগে তাদের একটি চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছিল, সেসব বিষয়ে ব্যবধান কমিয়ে আনছে এবং তিনি আশা করেন যে এই সপ্তাহে একটি অস্থায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতিতে একমত হবেন।
"আমাদের চারটি বিষয় ছিল এবং এখন আমরা একটিতে এসে পৌঁছেছি," আলোচনার জটিল বিষয় সম্পর্কে বলেন উইটকফ।
© 2025 বিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়। বাইরের লিংক সম্পর্কে বিবিসির দৃষ্টিভঙ্গি সম্বন্ধে পড়ুন।