সৌদি আরব সরকার এখন থেকে বিদেশিদের রিয়াদ ও জেদ্দা শহরের নির্দিষ্ট এলাকায় সম্পত্তির মালিকানা লাভের সুযোগ দেবে। গত মঙ্গলবার এ–সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে দেশটি।

এ আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর বিশেষ শর্তসাপেক্ষে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিদেশিরা।

• দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করার কার্যকরী উপায়: আবারও ফিরে পাওয়া সেই ঘ্রাণ

• সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি

• Samsung Galaxy Tab S9: কেন এটি আপনার পরবর্তী ট্যাবলেট হওয়া উচিত!

নতুন আইন অনুমোদনের পর সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গেছে। আইনটির বিস্তারিত নিয়মাবলি ও এটির কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে শিগগিরই জানাবে সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।

এ পদক্ষেপ সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার মূল লক্ষ্য দেশটির অর্থনীতি বৈচিত্র্যময় এবং পর্যটন ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধি করা।

আইনটি কার্যকর করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন খাতের বাজারে নতুন প্রতিযোগী হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে।

সৌদি আরবের অবকাঠামো নির্মাণ খাত চাঙা হয়ে উঠেছে। ২০২৪ সালে রিয়াদে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো ‘মুকআব’-এর নির্মাণকাজ। ভবনটি হবে ‘নিউ মুরাব্বা’ প্রকল্পের মূল আকর্ষণ। পাশাপাশি লোহিত সাগর উপকূলে রিসোর্ট নির্মাণের কাজও চলছে। কিছু রিসোর্ট, যেমন রিটজ-কার্লটন রিজার্ভ ইতিমধ্যে চালু হয়েছে।