জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুরো দিনজুড়ে দফায় দফায় সংঘর্ষের জেরে সন্ধ্যায় সরকার ২২ ঘণ্টার কারফিউ জারি করে। যা বুধবার রাত ৮টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

• Sumbal Malik Viral Video Sparks Massive Online Debate: Digital Ethics in Question

• ইসলামী ব্যাংকে ‘ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট’

• CFMoto 450MT India Launch Set for October 2025: Adventure Bike Targets KTM & Royal Enfield Dominance

বৃহস্পতিবার কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।

তিনি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে চলমান কারফিউয়ে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বুধবার রাত থেকে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২৮, মতিঝিল, বা/এ, ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ০২-২২৩৩৫৯৩২৫, ০২-২২৩৩৫৯৩২৬

ইমেইল: dailyamarsangbad@gmail.com, amarsangbadonline@gmail.com

নিউজ (প্রিন্ট) : ০১৯০৪-১০০৭১৯ নিউজ (অনলাইন) : ০১৯০৪-১০০৭৩৬ সার্কুলেশন : ০১৯০৪-১০০৭৪৪ বিজ্ঞাপন : ০১৯১১-১২৫৭১২ অফিস : ০১৯০৪-১০০৭০৩