নির্বাচনি প্রতীক হিসেবে 'শাপলা' তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। আর কোনো নির্বাচনের ইভিএম ব্যবহার না করা সিদ্ধান্ত ইসি'র। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপিসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হলো। এক নজরে দিনের খবরাখবর বিবিসি বাংলার লাইভ পাতায়....

বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

• দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করার কার্যকরী উপায়: আবারও ফিরে পাওয়া সেই ঘ্রাণ

• সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি

• Samsung Galaxy Tab S9: কেন এটি আপনার পরবর্তী ট্যাবলেট হওয়া উচিত!

চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বিকাশ কুমার সাহাসহ ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

অবসরে পাঠানোর কারণ হিসাবে বলা হয়েছে, 'সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা' মোতাবেক "জনস্বার্থে" তাদের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত তেসরা জুলাই আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টে তাদেরকে অবসরে পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিলো।

সুপ্রিম কোর্ট আজ তা অনুমোদন করে আইন ও বিচার বিভাগে পাঠিয়েছে।

এর আগে বিবিসি বাংলা এ সংক্রান্ত নিউজ করেছিলো। সেটি হলো...

'বিচারক,আমলাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে অবসরে পাঠানো মানে অপরাধকে জিইয়ে রাখা'

আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে বিপৎসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, যদি কুশিয়ারার পানি বেড়ে যায়, তাহলে সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ার কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তার পানি বাড়লে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আর, ফেনী জেলার সেলোনিয়া নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টায় এই জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানির পরিমাণ কমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে এবং দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৩৭ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সময়ের মাঝে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগ সর্বপ্রথমে, ১০১ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ৯৩১ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক আট শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার যে নিয়ম চালু করা হয়েছিলো, সেটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীকে স্যার ডাকার নির্দেশনা জারি করা হয়েছিলো। এই নিয়মটি পরে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিলো, যাদেরকে "স্যার" সম্বোধন করা হতো এবং এখনও তাদেরকে "স্যার" বলেই ডাকা হয়। বিষয়টি স্পষ্টতই অস্বাভাবিক।

প্রেস উইং জানিয়েছে, আজ উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনাটি বাতিল করেছে।

একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনারও সিদ্ধান্ত হয়।

'সবকিছু বিবেচনা করে' শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শাপলা প্রতীক চেয়ে এবার দু'টো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে জানিয়ে তিনি বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য গত ১৭ই জুন তাদের প্রতীক পরিবর্তন করার জন্য আবেদন করেছে। আর গত ২২শে জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

"নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি। এই হলো ফাইনাল কথা।"

তিনি আরও জানিয়েছেন, সামনের কোনও নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না । কারণ, "রাজনৈতিক ঐক্যমত ও সংস্কার কমিশনের সুপারিশ, কারোর মত-ই ইভিএম-এর পক্ষে নাই।"

"আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, জাতীয় নির্বাচনে ইভিএম-এর ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনও স্থানীয় নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। অর্থাৎ, সামনের কোনও নির্বাচনেই এই ইভিএম ব্যবহার হবে না," বলেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।

বাংলাদেশে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম আছে, সেগুলো নিয়ে এখন কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

"আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার," এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে ও বিএফইউজে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

"এখানে (সরকারে) যারা আছেন, তাদের রাজনীতি ও এ দেশের মানুষের সম্বন্ধে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি?" এমন প্রশ্ন রেখে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে এবং নির্বাচিত সরকারই দেশ চালাবে, সমস্যাগুলোর সমাধান করবে।"

তার মতে, বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এবং এই "নির্বাচনের জন্য এ দেশের মানুষ প্রাণ দিয়েছে।"

অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে, সেটিকে সাধুবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মাঝে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে।

এসময় সীমান্ত হত্যা ও পুশইনের বিষয়ে মি. আলমগীর বলেন, ভারতের সঙ্গে দৃঢ়ভাবে দরকষাকষি করতে হবে।

বাংলাদেশের পণ্যের ওপরে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ‘দরকাষাকষির আলোচনায় যোগ্য ব্যক্তিদের রাখা’র পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আজ বৃহস্পতিবার বিকালে বন্যা সতর্কবার্তায় এ কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বলা হয়েছে, তিস্তার পানি বেড়ে গেলে উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া, ফেনী জেলার সেলোনিয়া নদীর পানি সমতল এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় হ্রাস পেতে পারে এবং এই সময়ের মাঝে ফেনীর বন্যা পরিস্থিতিও উন্নতি লাভ করতে পারে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে আজ সকালে ২১ জনকে পুশ-ইন করেছে। পুশ-ইন করার পর বিজয়পুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে।

বিজিবি সূত্রে বাংলাদেশ সংবাস সংস্থা (বাসস) জানিয়েছে, গত ২৯শে জুন থেকে ভারতের গোয়েন্দা বাহিনীর সদস্যরা দিল্লির বিভিন্ন এলাকা থেকে পুশ-ইন করা এই সবাইকে একত্রিত করে। এরপর গতকাল নয়ই জুলাই তাদেরকে দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর থেকে বিমানে করে আসাম বিমানবন্দরে নিয়ে এসে বিজয়পুর সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয়।

বিজিবি’র নেত্রকোনার অধিনায়ক এ এস এম কামরুজ্জামান জানিয়েছেন, আটককৃতদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এরপর জিডি করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে তারা নিজ নিজ এলাকায় যেতে পারবে।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বছর পাশের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। এ বছর ৭৩ হাজার ৬১৬ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ চার হাজার ৮৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ফলপ্রকাশ উপলক্ষ্যে আজ ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফায় শুল্ক আলোচনা শুরু হয়েছে।

বুধবার দিবাগত রাতে প্রথম দিনের এ শুল্ক আলোচনা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।

আলোচনার প্রথম দিনে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্থান পায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি এই আলোচনায় যোগ দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেদেশের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রেস উইং থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হবে । আগামীকাল শুক্রবারও আলোচনা চলবে, খবর বাসস-এর।

ভারতের গুজরাতের মাহী নদীর উপর নির্মিত সেতু ভেঙে পড়ায় মৃতের সংখ্যা আরও বেড়েছে।

গুজরাতের ভদোদরা জেলার উপকণ্ঠে ওই নদীর উপর নির্মিত গম্ভীরা সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎ ভেঙ্গে পড়ে। সেই সময় সেতুতে যানবাহন চলাচল করছিল। সেতুর একাংশ ভেঙ্গে পড়ায় একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।

দ্রুত উদ্ধারের কাজ শুরু হলেও স্থানীয় প্রশাসনের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, এই ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

ভদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া সাংবাদিকদের বলেছেন, “আজ আরও তিনজনের দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা মোট ১৫জন। চারজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।”

“জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনো কাজ করছে। বৃষ্টি হওয়ায় নদীর জলস্তর বেড়েছে কিন্তু আমরা তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছি।”

দুর্ঘটনার কারণ খুঁজতে সাথনীয় প্রশাসনকে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এই মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এরমধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলায় গ্রেফতার একমাত্র আসামি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে পলাতক দেখানো হয়েছে।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন বলে প্রসিকিউশন জানিয়েছে। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিদের পক্ষে ছিলেন পক্ষে ছিলেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত পহেলা জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

এদিন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

গত ১৬ই জুন ট্র্যাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আগামী সাতদিনের মধ্যে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরদিন দু’টি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল পহেলা জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে ধারাবাহিকতায় পহেলা জুলাই শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল-১ আজ সোমবার দিন ধার্য করেছিলো।

গত বছরের ১লা জুলাই থেকে ১৫ই অগাস্ট বাংলাদেশে যা ঘটেছে, সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

মূলত বুধবার বিবিসি আই এবং বিবিসি বাংলার যৌথ প্রযোজনায় প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলন দমনে তিনি সরাসরি মারণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন।

এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয় যে, ওই বিক্ষোভে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছিলেন, “যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন সামরিক বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে, যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতব ছররা – যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন। যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত এই সময়ে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা, যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে – যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে।

তবে বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনও ব্যবস্থা যেন না থাকে সেই বিষয়টিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

এই বিচার শুধু যারা সহিংসতা চালিয়েছে তাদের নয়, বরং যারা এর নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধেও হওয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি।

ভূমিকম্পের জেরে বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল দিল্লি এবং সংলগ্ন এলাকা। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল নয়টা চার মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪।

ঝাজ্জরের বাসিন্দা রজবালা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, “আমি ছাদে কাজ করছিলাম তখন হঠাৎ দেখলাম মাটিটা কেঁপে উঠল। বাড়ির সকলে বাইরে বেরিয়ে আসি।”

তীব্রতা বেশি না হলেও এর জেরে উত্তর ভারতের বেশ কয়েকটা অংশে কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠেও কম্পন অনুভূত হয়েছে। এর জেরে দিল্লি ও সংলগ্ন এলাকার ভবনগুলোও কেঁপে ওঠে। দিল্লি মেট্রো পরিষেবা কয়েক মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল সতর্কতার কথা মাথায় রেখে।

তবে এপর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেল-এ একটা পোস্টে লিখেছেন- আমি আশা করি ভূমিকম্পের পরে সবাই নিরাপদে আছেন। সকলের জন্য প্রার্থনা করছি।

গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আরও এক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৭টি স্থানে ভাঙন ধরেছে। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০ গ্রাম। মঙ্গলবার রাত থেকে আঞ্চলিক সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গোমতী নদীর পানি প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে দু’দিন ধরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পাউবো।

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বান্দরবানসহ পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

নোয়াখালীতে গত কয়েক দিনের অতিভারী বৃষ্টি বুধবার রাত থেকে কিছুটা কমলেও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার বাসিন্দারা।

বৃহস্পতিবার ভোর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। মাইজদী আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন থাকবে সেইসাথে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেইসাথে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে৷ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর ২টায় প্রকাশ করা হবে।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার গণমাধ্যমকে জানিয়েছেন, এবারে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছেনা।

দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে।

গত ১০ই এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে ১৩ই মে পর্যন্ত। এতে ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

জুলাই অগাস্ট আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলাটি আদেশের জন্য রয়েছে।

অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এরমধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলায় গ্রেফতার একমাত্র আসামি।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ গঠন হলে এর মধ্যে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত পহেলা জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

এদিন প্রথম ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

গত ১৬ই জুন ট্র্যাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী সাতদিনের মধ্যে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরদিন দু’টি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল পহেলা জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে ধারাবাহিকতায় পহেলা জুলাই শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল-১ আজ সোমবার দিন ধার্য করেছিলো।

বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

আরও পড়তে পারেন: শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি

গতকালের উল্লেখযোগ্য খবরগুলো পড়তে ক্লিক করুন এখানে।

বিবিসি বাংলায় দেশ – বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।

© 2025 বিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়। বাইরের লিংক সম্পর্কে বিবিসির দৃষ্টিভঙ্গি সম্বন্ধে পড়ুন।