রংপুরে বাস উল্টে পুকুরে, নিহত ৩ আহত ৫০

ঢাকা, বাংলাদেশ শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
রংপুরের পীরগাছায় বিপরীতদিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে একটি বরযাত্রীবাহী বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন অন্তত ৫০ যাত্রী। তাদের উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
• দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করার কার্যকরী উপায়: আবারও ফিরে পাওয়া সেই ঘ্রাণ
• সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি
• Samsung Galaxy Tab S9: কেন এটি আপনার পরবর্তী ট্যাবলেট হওয়া উচিত!
দুর্ঘটনায় নিহতরা হলেন, রংপুরের ১২ নং ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা পুরুষ একজন। বুধবার ৯ জুলাই রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে রংপুরে ফিরছিলো বরযাত্রীবাহী বাসটি। পীরগাছার বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে বাসটি। ঘটনাস্থল থেকে দুই নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় এলাকার বাসিন্দা ইকরামুল মিয়া বলেন, ‘বুধবার রাত ১০ টার দিকে সুন্দরগঞ্জ থেকে ছাড়া আসা একটি যাত্রীবাহী বাস এবং অপরদিকে মালবাহী ট্রাকের সাথে সাইড দিতে রাস্তার পাশে পুকুরে পরে যায় বাসটি। এসময় বিকট শব্দ শুনতে পাই। তাৎক্ষণিকভাবে আমরা দৌড়ে এসে গুরুতর আহত শিশুসহ মহিলা ও পুরুষদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠাই।
এসময় রংপুরের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম বলেন, খবর পেয়ে শিশুসহ অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাঁদের পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা ঘটনাস্থল থেকে র্যাকার লাগিয়ে পুকুর থেকে বাসটি তোলার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, এছাড়াও আরো যদি কোনো লোক পানিতে ডুবে থাকে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। রাস্তাটিতে যানচলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
এই দুর্ঘটনায় হতাহতরা রংপুরের বদরগঞ্জের উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জিমে চুরি করতে গিয়ে ধরা, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!
‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির বিস্তার বন্ধ করতে হবে
টানা বৃষ্টিতে পানির নিচে ফসলি জমি, দিশেহারা কৃষক
পুষ্টিগুণে ভরপুর গিমা কলমি শাক চাষে বাহুবলের কৃষকের সাফল্য
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান।
সম্পাদক কর্তৃক গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকণ্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি: নং ডিএ ৭৯৬।
© ২০২৫ | দৈনিক জনকণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম