২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের তুলনায় এই হার কমেছে প্রায় ৫ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সিলেট শিক্ষা বোর্ডের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

• দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করার কার্যকরী উপায়: আবারও ফিরে পাওয়া সেই ঘ্রাণ

• সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি

• Samsung Galaxy Tab S9: কেন এটি আপনার পরবর্তী ট্যাবলেট হওয়া উচিত!

এ সময় তিনি জানান, এ বছর সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭০ হাজার ৯১ জন। গত বছর এই সংখ্যা ছিল ৮০ হাজার ৬ জন।

এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন এবং মেয়ে ১ হাজার ৮২৩ জন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ১ হাজার ৮৫৭।

বোর্ড চেয়ারম্যান আরও জানান, এবার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। তবে কোনো প্রতিষ্ঠান শতভাগ ফেল করেনি।

তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬ দশমিক ৯৫ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। এ বছর পাসের হারে ছেলেরা-মেয়েদের চেয়ে এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে মেয়েরা।