আহত সাপ চিকিৎসার প্রশংসনীয় উদ্যোগ নিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক

ঢাকা, বাংলাদেশ শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রকাশিত: ১৪:৩৬, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৩৭, ১০ জুলাই ২০২৫
• Samsung Galaxy Tab S9: কেন এটি আপনার পরবর্তী ট্যাবলেট হওয়া উচিত!
• ‘বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই’
• স্মার্টফোন ব্যাটারি লাইফ বাড়ানোর উপায় জানুন আজই!
যখন মানুষ মানুষের কাছেই নিরাপদ নয়। এমনকি নিজের স্বজনদের কাছেই অনিরাপদ থাকার এবং সহিংসতার নানান খবর গণমাধ্যম ও সোস্যাল মাধ্যমে প্রকাশ হচ্ছে। আর তখন সাপের মতো একটি প্রাণীকে বাঁচাতে সুস্থ্যতার জন্য প্রয়োজনীয় চিকিৎসার উদ্যো্গ নিয়ে প্রশংসায় ভাসছেন পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি আহত অবস্থায় উদ্ধার হওয়া মৃদু বিষধর একটি কালনাগিনী সাপের পরিপূর্ণ চিকিৎসার উদ্যোগ নিলেন। করানো হয়েছে এক্সরে। দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা।
জানা গেছে, পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য বায়েজিদ মুন্সীর উদ্ধার করা আহত, অসুস্থ সাপটির চিকিৎসার উদ্যোগ নেন। ডায়াগনস্টিক সেন্টার ল্যাব এশিয়া টেকনিশিয়ান জুবায়ের রহমান মেহেদী জানান, এই সাপটির এক্সরেসহ চিকিৎসা সহায়তা করতে পেরে আলাদা এক অনুভূতি তার মধ্যে কাজ করছে। তার কাছে এই সাপের এক্সরের ঘটনাটি বিরল মনে হচ্ছে। বুধবার রাতে তিনি সাপটির এক্সরে করেন।
অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়ার টিম লিডার বায়েজীদ আহসান জানান, সহকারী কমিশনার ভূমি মহোদয়ের সহায়তায় ভেটেনারী সার্জনের পরামর্শ নিয়ে এক্সরে করে দেখা গেছে সাপটির মেরুদন্ডের হাঁড়ে ফাটল পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় ভেটেনারী সার্জনের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। বর্তমানে সাপটি বায়েজীদ মুন্সীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
সহকারী কমিশনার ইয়াসীন সাদেক জানান, সাপটির খবর পেয়ে তিনি চিকিৎসার জন্য অ্যানিমেল লাভার্স সদস্যদের চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। পরিপূর্ণ সুস্থ্য করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মানুষ। তিনি আরো জানান, বায়েজীদ মুন্সীর মতো এমন স্বেচ্ছাসেবীদের জন্য খুবই ভালো লাগছে। এরা সমাজের সম্পদ।
জিমে চুরি করতে গিয়ে ধরা, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!
‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির বিস্তার বন্ধ করতে হবে
টানা বৃষ্টিতে পানির নিচে ফসলি জমি, দিশেহারা কৃষক
পুষ্টিগুণে ভরপুর গিমা কলমি শাক চাষে বাহুবলের কৃষকের সাফল্য
কলেজের পূর্ব পাশে প্রাচীন নিমগাছ : সবুজের নিঃশব্দ পাহারাদার
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান।
সম্পাদক কর্তৃক গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকণ্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি: নং ডিএ ৭৯৬।
© ২০২৫ | দৈনিক জনকণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম