রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টি, দুপুরের পর কমে যেতে পারে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার সকালেও বৃষ্টি হয়েছে। এ নিয়ে রাজধানীতে টানা তিন দিন বৃষ্টি চলছে।
গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
• সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি
• Samsung Galaxy Tab S9: কেন এটি আপনার পরবর্তী ট্যাবলেট হওয়া উচিত!
• ‘বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই’
আজ দুপুরের পর থেকে রাজধানীতে বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে আবার সক্রিয় মৌসুমি বায়ু। এই দুইয়ে মিলে প্রায় চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি দেশের উপকূলীয় এলাকাগুলোয়। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে গত কয়েক দিন।
এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ফেনীতে গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এটি ছিল চলতি বছরে এই এলাকায় সর্বোচ্চ বৃষ্টি।
লঘুচাপের প্রভাব এখনো কাটেনি। আর এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
আফরোজা সুলতানা প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ১৫৪ মিলিমিটার। এ ছাড়া নোয়াখালীর মাইজদী কোর্টে ১২০ মিলিমিটার, সীতাকুণ্ডে ১২৬ মিলিমিটার, রাজশাহীতে ৯৬ মিলিমিটার, ভোলায় ৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
মঙ্গলবারের তুলনায় গতকাল বৃষ্টির পরিমাণ কম ছিল। আর গতকালের চেয়ে আজ বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ দুপুরের পর থেকে রাজধানীতে বৃষ্টি কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা নাগাদ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এলাকাগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।