মেসির অবিশ্বাস্য গোল বন্যা! ১৯৯৬ সাল থেকে এমন দৃশ্য কেউ দেখেনি

ঢাকা, বাংলাদেশ শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
ফিফা ক্লাব বিশ্বকাপে হতাশাজনক বিদায় নিলেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
• সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
• Xiaomi Mi TV 4X 43 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
• শরীরচর্চার ইসলামিক নির্দেশনা:জরুরি টিপস
বুধবার নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন মেসি। এর মাধ্যমে এমএলএস ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।
৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি টানা চার ম্যাচে দু’টি করে গোল করে এমএলএস-এ প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোলের কীর্তি গড়েছেন। মেসির এই গোলের উৎসব শুরু হয়েছিল মে মাসের শেষ দিকে, মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-২ গোলের জয়ে দু’বার জালে বল পাঠিয়ে। এরপর কলম্বাসের বিপক্ষে ৫-১ গোলের জয়ে আরও দুটি গোল করেন তিনি।
এরপর ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়ে কিছুদিনের জন্য এমএলএস অভিযান স্থগিত করে ইন্টার মায়ামি। বিশ্বকাপে মেসি চার ম্যাচে একটি মাত্র গোল করতে পারলেও তার দল প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে শেষ ষোলোতেই বিদায় নেয়।
ক্লাব বিশ্বকাপের পর আবারও এমএলএসে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান মেসি। শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ে ফের জোড়া গোল করেন এই আটবারের ব্যালন ডি’অর জয়ী।
এখন পর্যন্ত চলতি এমএলএস মৌসুমে ১৫ ম্যাচে মেসির গোল ১৪টি। শীর্ষ গোলদাতা স্যাম সারিজের চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে রয়েছেন তিনি। উল্লেখ্য, সারিজ ন্যাশভিলের হয়ে মেসির চেয়ে ছয়টি ম্যাচ বেশি খেলেছেন।
বিশেষ করে, এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে ৮ গোল করার রেকর্ড এখন মেসির দখলে। এমএলএস চালু হয়েছিল ১৯৯৬ সালে।
এদিন জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বাম পায়ের শটে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।
এর ১১ মিনিট পর আবারও গোলের দেখা পান তিনি। সার্জিও বুসকেটসের লম্বা পাস থেকে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বাম পায়ের বাঁকানো শটে প্রতিপক্ষের স্লোভেনিয়ান গোলরক্ষক আলিয়াজ ইভাচিচকে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা।
মায়ামির জয়ে গোলরক্ষক অস্কার উস্তারি-ও বড় ভূমিকা রাখেন। তিনি ছয়টি দুর্দান্ত সেভ করেন। তবে ম্যাচের ৭৯তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল তার সেভের বাধা অতিক্রম করেন। তাদেও অ্যালেনদের কাছ থেকে বল কাড়ার পর দুর্দান্ত শটে ব্যবধান কমান তিনি।
এই জয়ে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে। বর্তমানে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থানীয় এফসি সিনসিনাতির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে মায়ামির তিনটি ম্যাচ কম খেলা রয়েছে ক্লাব বিশ্বকাপের কারণে।
ইতিহাস গড়ল ইতালি: প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে
উইম্বলডনে জোকোভিচের বিদায়, টানা তৃতীয় ফাইনালে আলকারাজ
মেসির সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ইয়ামাল
অনেক দিন পর মাঠে নেমে চেনা রূপে সাকিব আল হাসান
ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান।
সম্পাদক কর্তৃক গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকণ্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি: নং ডিএ ৭৯৬।
© ২০২৫ | দৈনিক জনকণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম